শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কোম্পানীগঞ্জে শাহ্ আরফিনে পরিবেশ বিধ্বংসী ৮ বোমা মেশিন ধ্বংস
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ্ আরফিন টিলায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে পরিবেশ বিধ্বংসী ৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

৯ সেপ্টেম্বর রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় বোমা মেশিন ধ্বংস ছাড়াও হোসেন নামের এক মেশিন মালিককে আটক করা হয়।

টাস্কফোর্স সূত্রে জানা গেছে, স্থানীয় প্রশাসন ও টাস্কফোর্সের নিয়মিত অভিযানের পরও শাহ্ আরফিন টিলায় পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ যন্ত্র বোমা মেশিনের ব্যবহার অব্যাহত রাখে একটি চক্র। ফলে যেকোনো সময় টিলা ধসে আবারও বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে।