বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ



মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি আহত
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক



বিজ্ঞাপন

মালয়েশিয়ায় কুয়ালালামপুরের কোতা দামানসারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় স্থানীয় এক নাগরিকসহ ৭ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জালান ৫/১ সেপাহ পুতেরি সেকশন ৫ এর একটি বাস স্টপেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত বাংলাদেশিদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

জানা গেছে, যাত্রী উঠানোর জন্য বাসটি স্টপেজে মোড় নেয়ার সময় একটি প্রাইভেটকার বাসকে অতিক্রমের চেষ্টা করে। ফলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠিয়ে দেয়।

উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আহত গাড়ির চলকসহ ৭ বাংলাদেশিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়। পেতালিং জায়া জেলা প্রধান কমিশনার মোহাম্মদ জানি চে দিন জানান, গুরুতর আহত চলক ও ৭ বাংলাদেশি নাগরিককে চিকিৎসা দেয়ার জন্য স্থানীয় সুঙ্গাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়েছে।