রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে অস্ত্রসহ ডাকাত আটক
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

সিলেটের গোলাপগঞ্জে আবুল হোসেন উরফে আবুল মিয়া (৪২) নামে এক ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢাকাদক্ষিণ বাইপাস পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আবুল হোসেন উপজেলার ভাদেশ্বর ইউপির মাশুরা গ্রামের মৃত মুক্তই মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেনের নের্তৃত্বে একদল পুলিশ ঢাকাদক্ষিণে অভিযান চালায়। এসময় ঢাকাদক্ষিণ বাইপাস থেকে একটি দেশিয় তৈরি পাইপগান ও কার্তুজসহ আবুল মিয়াকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কেএম ফজলুল হক শিবলীর বলেন, আবুল মিয়ার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ গোলাপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।