রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কুলাউড়া-সিলেট রেল সেকশন পরিদর্শনে রেল মন্ত্রণালয়ের পরিদর্শক



বিজ্ঞাপন

তারেক হাসান, কুলাউড়া:
কুলাউড়া-সিলেট রেল সেকশন পরিদর্শক করেছেন বাংলাদেশ সরকারের রেল মন্ত্রণালয়ের সরকারী পরিদর্শক খন্দকার শহীদুল ইসলাম। গতকাল ৫ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কুলাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের প্রতিটি রেলস্টেশন, সিগনালিং ব্যবস্থা, ক্রসিং পয়েন্ট, রেল লাইন, স্টেশন মাস্টারের কার্যালয় ও লেভেল ক্রসিং পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময়কালে সাংবাদিকরা বলেন, আখাউড়া-সিলেট সেকসনে চলাচলকারী ডেমু ট্রেনটি যাত্রীদের কোন উপকারে আসছে না। দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর পরিদর্শনের দিন ডেমু ট্রেনটি চালু করা হয় এবং ঐদিনই বিকল হয়ে পড়ে। ট্রেনটিতে কোন টয়লেটের ব্যবস্থা নেই। স্টেশন গুলোর প্লাটফর্মে যাত্রীদের বিশুদ্ধ খাবার পানির অভাব। দুর্ঘটনা কবলিত ট্রেনের উদ্ধার কাজে ব্যবহৃত কুলাউড়া লোকো শেডের রিলিফ ক্রেনটি ২০১৫ সালে সৈয়দপুর কারখানায় পাঠানো হয়, যা আজ পর্যন্ত কুলাউড়া লোকো শেডে আসেনি। সাংবাদিকরা কুলাউড়া স্টেশনে যাত্রীদের আসন বৃদ্ধি করা, দুপুরে শ্রীমঙ্গল-সিলেটের মধ্যে ১টি আপ-ডাউন ট্রেন চালুর দাবি জানান।

এ সময় খন্দকার শহীদুল ইসলাম বলেন, যাত্রী সেবার মান বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পরিদর্শনের মূল উদ্দেশ্য। প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট তুলে ধরবেন বলে তিনি সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।

কুলাউড়া-সিলেট রেল সেকশন পরিদর্শনকালে রেলওয়ের সকল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা খন্দকার শহীদুল ইসলামের সঙ্গে ছিলেন।