শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সিলেটে গ্রেফতার
ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট



বিজ্ঞাপন

সিলেট নগরীর খাসদবির এলাকো থেকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর সোমবার সকালে নগরীর খাসদবির ইলাশকান্দি এলাকার উদয়ন ৪২নং বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। ঈদুল আযহা পালন করতে সম্প্রতি দেশে এসেছিলেন মামুন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) আবদুল ওয়াহাব। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় শহীদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে যুক্তরাজ্য বিএনপি নেতা মামুনকে গ্রেফতার করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। তিনি বলেন, একজন প্রবাসী দেশে ঈদের ছুটিতে বেড়াতে আসছেন। তাকে গ্রেফতার করা হল সম্পূর্ণ ষড়যন্ত্রমূলকভাবে। এটি চরম প্রতিহিংসার রাজনীতি। আমরা সরকারকে অনুরোধ করবো এমন প্রতিহিংসার রাজনীতি থেকে সরে আসুন। গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দিন।