বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় কলেজছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় গত দুইদিন ধরে কাকলী রানী দাস (১৭) নামে এক কলেজছাত্রী নিখোঁজ রয়েছেন। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

নিখোঁজ কাকলী বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলষা গ্রামের মিকন দাসের মেয়ে এবং বড়লেখা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা মিকন দাস বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (নং-৬৪/১৮) করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, কাকলী রানী দাস গত ১ সেপ্টেম্বর শনিবার কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় স্বজনরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন কলেজ বন্ধ রয়েছে। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না।

এ ব্যাপারে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন বলেন, ‘এক কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় তাঁর বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’