বুধবার, ৯ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জে ১০ টাকা কেজির ৫৮ বস্তা চাল জব্দ
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জে ১০ টাকা কেজির ৫৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের শহরতলীর লংলা ব্রিজ এলাকা থেকে চাল বোঝাই একটি ট্রাক আটক করা হয়।

পুলিশ জানায়, রাত ১১টার দিকে একটি ট্রাক জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় হবিগঞ্জ-লাখাই সড়কের ছোট বহুলা রাস্তার পয়েন্টে অবস্থান নেয়া পুলিশ ট্রাকটি থামাতে সিগন্যাল দেয়। ট্রাক চালক ও পাচারকারী পুলিশ দেখে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশ গিয়ে চাল বোঝাই ট্রাকটি (হবিগঞ্জ ঢ-১১-০০৩৩) আটক করে। ওই ট্রাক থেকে ৫৮ বস্তা সরকারি ১০ টাকা কেজির চাল উদ্ধার করা হয়েছে। পরে এসব চালসহ ট্রাকটি সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, চালগুলো কোথা থেকে পাচার হচ্ছিল তা সঠিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে এগুলো লাখাই উপজেলার কোনো স্থান থেকে নিয়ে আসা হচ্ছিল। কাউকে আটকও করা যায়নি।