রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় সাজু মান্দ্রাজী (২০) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাজু উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির নিউ সমনবাগ চা বাগানের অফিস লাইনের বাসিন্দা কালিদাস মান্দ্রাজীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাজু মান্দ্রাজী বুধবার বিকেল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে শ্রমিকরা চা বাগানের একটি শিরিস গাছের ডালের সাথে এক যুবকের লাশ ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা লাশটি সাজু মান্দ্রাজীর বলে শনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়লেখা থানার এসআই অমিতাভ দাস তালুকদার জানান, গলায় ওড়না পেছানো ঝুলন্ত অবস্থায় চা শ্রমিক সাজু মান্দ্রাজীর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। বিকেলে ময়না তদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।