মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ



                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বড়লেখায় জুয়া খেলায় বাধা দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

মৌলভীবাজারের বড়লেখায় জুয়া খেলায় বাধা দেওয়ায় জুয়াড়িরা ফজিল আহমদ (৩৫) আহমদ নামে এক ব্যবসায়ীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজারে এ ঘটনা ঘটে। ফজিল আহমদ দক্ষিণভাগবাজার ব্যবসায়ী সমিতির সদস্য।

এ ঘটনায় ফজিল আহমদ বাদী হয়ে ২৯ আগস্ট বুধবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গজভাগ গ্রামের মৃত মখন মিয়ার ছেলে আজাদ আহমদ ওরফে আজই’র (৩২) নামোল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে বড়লেখা থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ২৭।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ বাজারে একটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ-ইয়াবা-গাঁজা বিক্রির পাশাপাশি দোকানে প্রায়শই জুয়া খেলে আসছেন আজাদ আহমদ ওরফে আজই। স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে একাধিকবার মাদকদ্রব্য বিক্রি এবং দোকানে জুয়া খেলার আসর না বসানোর জন্য বলা হয়। কিন্তু আজাদ আহমদ ওরফে আজই তা শোনেন নি। ঘটনার দিন গত রোববার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে আজাদ আহমদ ওরফে আজই তার দোকানে জুয়া খেলছিলেন। এ সময় তাকে জুয়া খেলা বন্ধ করতে বলেন ব্যবসায়ী সমিতির সদস্য ফজিল আহমদ। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন আজাদ আহমদ ওরফে আজই। এ সময় ফজিল আহমদ বাড়ি যাওয়ার জন্য হাঁটছিলেন। তিনি দক্ষিণভাগ বাজার বাস স্ট্যান্ডের কাছে গেলে আজাদ আহমদ ওরফে আজইর নেতৃত্বে দুবৃর্ত্তরা ফজিলের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায় এবং নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফজিলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আহতবস্থায় উদ্ধার করেন। পরে তিনি স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী ব্যবসায়ী ফজিল আহমদ বলেন, ‘আজাদ আহমদ আজই জুয়াড়ি। সে দক্ষিণভাগ বাজারে দোকান ভাড়া নিয়ে তাতে বে-আইনীভাবে মদ-ইয়াবা-গাঁজা বিক্রি করছে। দোকানে প্রতিদিন জুয়া খেলে। এতে এলাকার উঠতি বয়সী তরুণরা নষ্ট হচ্ছে। তাকে মদ-ইয়াবা-গাঁজা বিক্রি এবং দোকানে জুয়া খেলা দোকানে না বসাতে ব্যবসায়ীরা কয়েকবার বলেছেন। কিন্তু সে শোনেনা। সেদিন (ঘটনার দিন) রাতে আমি তাকে জুয়া খেলতে দেখে তা বন্ধ করতে বলি। এতে সে রেগে গিয়ে আমার ওপর হামলা করেছে। আমাকে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ টাকা নিয়ে গেছে। আমি আইনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘জুয়া খেলায় বাধা দেওয়া এক ব্যসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি আজাদ আহমদ আজই খুব খারাপ লোক। তার বিরুদ্ধে এলাকায় মদ-ইয়াবা-গাঁজা বিক্রিসহ জুয়া খেলার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। পুলিশ তাকে খুঁজছে।’