সিলেটে ১০৫ পিস ইয়াবাসহ মো. খলিলুর রহমান (২৫) নামের একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৬ আগস্ট রোরবার বিকালে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে কোতোয়ালি থানার মজুমদার পাড়া এলাকার খেয়াঘাটের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত খলিলুর রহমান নগরীর কুয়ারপাড় এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।
এ ব্যাপারে র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক বিক্রির সাথে জড়িত। আটককৃতকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।