রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

শাহবাজপুর ডটকমে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী এনামের পাশে দাঁড়ালেন ফ্রান্স প্রবাসী
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাতন গ্রামের শারীরিক প্রতিবন্ধী এনাম উদ্দিনকে ফ্রান্স প্রবাসী শরিফুল ইসলামের পাঠানো আর্থিক সাহায্যের টাকা হস্তান্তর করেছে শাহবাজপুর.কম।

২১ অগাস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার নয়াবাজারস্থ এনামের দোকানে গিয়ে নগদ ৫ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সেলিম আহমদ খান, শাহবাজপুর.কম’র সম্পাদক দেলোয়ার হোসাইন, দৈনিক ইত্তেফাকের বড়লেখা প্রতিনিধি ও শাহবাজপুর.কম’র নির্বাহী সম্পাদক তপন কুমার দাস, দৈনিক সবুজ সিলেট, সিলেট ভিউ’র বড়লেখা প্রতিনিধি এবং শাহবাজপুর.কম’র প্রধান প্রতিবেদক এ জে লাভলু, শাহবাজপুর.কম’র নিজস্ব প্রতিবেদক তারেক মাহমুদ, শাহবাজপুর বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, আলী আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৯ জুন শাহবাজপুর.কম-এ পঙ্গুত্বে জর্জরিত শাহবাজপুরের এনাম উদ্দিনের জীবন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি পড়ে ফ্রান্স প্রবাসী বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের আলিমপুর গ্রামের শরিফুল ইসলাম শাহবাজপুর.কম’র সাথে যোগাযোগ করে ৫ হাজার টাকা প্রেরণ করেন।