লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন। ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। সেখান থেকে দুপুর ১২টার দিকে শাহবাজপুরস্থ নিজ বাড়িতে গিয়ে পৌঁছেন।
৯ সেপ্টেম্বর রোববার থেকে যথারীতি অফিস করবেন বলে মুঠোফোনে জানিয়েছেন চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন।
উল্লেখ্য, গত ১৩ জুন বুধবার পরিবারের সাথে ঈদ পালন করতে তিনি লন্ডনে যান। লন্ডনে অবস্থানকালে তিনি প্রবাসী বড়লেখা-জুড়ীবাসীর বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন।
আহমদ জুবায়ের লিটনের অনুপস্থিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন চেয়ারম্যান প্যানেলের সদস্য সেলিম আহমদ খান।