মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান পুলিশ এসল্ট মামলায় জামিন পেয়েছেন। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে নাসের রহমান হাজির হয়ে আদালতে জামিনের আবেদন করেন।
এসময় জেলা ও দায়রা জজ মো. আবু তাহের তার জামিন আবেদন মঞ্জুর করেন।
জানা যায়, এ মামলায় নাসের রহমান ৭ নং আসামি। মামলার চার্জশিটে মোট ১১৭ জন আসামির মধ্যে ৮৮ জন জামিনে রয়েছেন এবং বাকিরা পলাতক রয়েছেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এস এম আজাদুর রহমান। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন প্রধান আইনজীবী এডভোকেট মামুনুর রশিদ, অ্যাডভোকেট আবেদ রাজা, মুজিবুর রহমান, আজিজুর রহমান, এভোকেট মিজানুর রহমান।