বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

ঘরে বসে নেই মৌলভীবাজার সদর আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর ঘরে বসে নেই মৌলভীবাজার সদর আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন। নিজের নির্বাচনী এলাকা মৌলভীবাজার জেলা সদর-রাজনগর উপজেলার তৃণমূলের সাধারণ মানুষের কাছে সরকারি বার্তা পৌঁছে দিতে হাতে নিয়েছেন এক বিশেষ কর্মসূচী। ‘উঠান বৈঠক’র মধ্যে দিয়ে পৌঁছে দিচ্ছেন সরকারী উন্নয়নের গুরুত্বপূর্ণ বার্তা। সাংসদ সায়রা মহসিনের উঠান বৈঠক কোন কোন সময় রূপ নেয় মহাসমাবেশে। উঠান বৈঠকে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করছেন স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ।

ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক এ উঠান বৈঠকের মধ্যদিয়ে গ্রাম গঞ্জের সাধারণ মানুষের সাথে মিলিত হচ্ছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরহুম সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী বর্তমান সদর আসনের এমপি সৈয়দা সায়রা। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী মৃত্যুর পর উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসাবে এ আসনের হাল ধরেন তিনি। স্বামীর স্থলাভিষিক্ত হয়ে ইতিমধ্যে ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে নানামূখী সৃজনশীল উন্নয়ন নির্বাচনী এলাকায় বাস্তবায়ন করে সাড়া ফেলেছেন।

সরকারের উন্নয়ন তৃণমূলের সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে হবে- ক্ষমতাসীন দলের সভানেত্রী শেখ হাসিনার এমন নির্দেশের পরপরই নিজের এলাকায় কাজ শুরু করেছেন সৈয়দা সায়রা মহসিন। ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের মধ্যে দিয়ে সরকারের অর্জন আর উন্নয়নের মাত্র পৌঁছাতে সক্ষম হচ্ছেন তিনি। নিজে মহিলার হওয়ার সুবাদে গ্রামঞ্চলের মহিলাদের সাথে মিশতে সহজ হচ্ছে। আর সুযোগে বর্তমান সরকারের নানামূখী উন্নয়নের বার্তা পৌঁছাচ্ছেন তৃণমূলে।

অন্যদিকে গ্রামে-গঞ্জে মানুষদের মধ্যে সরকারের উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি নৌকা মার্কায় ভোট দিতে উদ্বুদ্ধ করছেন এ সাংসদ।

সৈয়দা সায়রা মহসিনের এলাকায় ২৯ টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, ৫টি উচ্চ বিদ্যালয়ে ৫ লক্ষ টাকা, ৫টি উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের জন্য ৩ কোটি টাকা, টেকনিক্যাল কলেজ নির্মাণাধীন ১৮ কোটি টাকা, ফায়ার ষ্টেশন নির্মাণাধীন ৩ কোটি টাকা, ৫২ কোটি টাকায় কুলাউড়া রাস্তার রাজনগর অংশের কাজ, ১৮ কোটি ৫৮ লক্ষ টাকা ব্যয়ে ১০০০ হাজার ২৪৭ জন কে সৌর পেনেল বিতরণ ( বর্তমানে চলমান রয়েছে), বালাগঞ্জ- ফতেপুর অংশে কুশিয়ারা নদীর উপর ব্রীজ সহ মোট ৪টা ব্রীজ ১০০ কোটি টাকা উন্নয়ন হয়েছে।

এছাড়াও বেশ কয়েক কোটি টাকার উন্নয়নের কাজ চলমান বলে জানিয়েছেন সদর আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসিন।

এদিকে সায়রা মহসিনের উঠান বৈঠক বেশ সাড়া ফেলেছে মৌলভীবাজার সদর আসনের সাধারণ মানুষের মাঝে। সদর ও রাজনগর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা এমনটাই জানালেন। এমপি সায়রা মহসিনের উঠান বৈঠক ইতিবাচক হিসেবে আগামী একাদশ নির্বাচনে মাঠে সাড়া ফেলবে বলে মনে করেন টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি টিপু খান, একাটুনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, মনসুর নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরজান আহমদ।