শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

কাপড়ের দোকানে আগুন দেওয়ার অভিযোগ, সর্বস্বান্ত ব্যবসায়ী



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানটির মালিক শিপু লাল দাস সর্বস্বান্ত হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি ২০২৩) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শিপু লাল দাস বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের পশ্চিম গগড়া গ্রামের বাসিন্দা। তিনি কাননগো বাজারে দীর্ঘদিন ধরে ‘পড়শি ফ্যাশন’ নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করে আসছিলেন। দোকানটিই ছিল তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস।

শিপু লাল দাস বলেন, “ধারদেনা করে দোকানটা দাঁড় করিয়েছিলাম। আগের দিন রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। সবকিছু ঠিকঠাকই ছিল। পরদিন সকালে খবর পাই, রাতে কেউ দোকানে আগুন লাগিয়ে দিয়েছে। এসে দেখি-সব শেষ। কাপড়, ফার্নিচার, নগদ টাকা-কিছুই আর নেই।”

তিনি আরও বলেন, “কারও সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তবে কয়েক দিন আগে এলাকায় কীর্তন বন্ধের ঘটনার প্রতিবাদ করেছিলাম। এ ঘটনায় একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতার বিরুদ্ধে থানায় মামলাও করি। ধারণা করছি, এর জের ধরেই তারা এই ঘটনা ঘটাতে পারে। দোকান পুড়ে যাওয়ার পর পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়ে গেছি। এখন সংসার চালাব কীভাবে, বুঝতে পারছি না।” তাঁর দাবি, আগুনে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি দোকানটি পুনরায় চালু করতে আর্থিক সহায়তার আবেদনও জানান তিনি।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাজার এলাকায় এমন ন্যক্কারজনক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা এমনিতেই নানা সংকটে থাকে। এর মধ্যে পরিকল্পিতভাবে দোকান পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে।

বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিমাংশু দাস অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দোকান মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা হতে পারে।”