নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় একটি বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার তারাদরম গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্ত্রী জয়নব আক্তারের দায়ের করা মামলায় রোববার রাতে পুলিশ ঘটক বেলাল আহমদ (৪৫)-কে গ্রেপ্তার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার বেলাল আহমদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসউরা গ্রামের আব্দুল হেকিমের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ঘটক (রায়বার) বেলাল আহমদ জয়নব আক্তারের পূর্বপরিচিত। জয়নব তার মেয়ে আমিনা বেগমের জন্য পাত্র খোঁজার দায়িত্ব তাকে দেন। এ সুবাদে বেলাল একাধিকবার তাদের বাড়িতে আসেন। পরে বেলাল পাত্র ঠিক করতে ব্যর্থ হলে জয়নব আত্মীয়স্বজনের মাধ্যমে পাত্র ঠিক করেন। ১২ ডিসেম্বর বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের শফিকুল ইসলামের সঙ্গে মেয়ের বিয়ের দিন ধার্য করা হয় এবং জয়নব বেগম ঘটক বেলালকে তার মেয়ের বিয়েতে দাওয়াত দেন।
বিয়ের দিন দুপুরে পরিবারের সদস্যরা তারাদরম ইমরান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে চলে যান। এসময় বাড়িতে প্যারালাইসিসে আক্রান্ত জয়নব আক্তারের স্বামী নিজাম উদ্দিন ও দুই গৃহকর্মীকে রেখে যান। বিয়ের অনুষ্ঠানের কারণে জয়নবের বোন লুৎফা বেগম তার কাছে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার গচ্ছিত রাখেন। জয়নব স্বর্ণালংকারগুলো বসতঘরের কাঠের আলমারির ড্রয়ারে তালাবদ্ধ করে রাখেন। বিয়ের দিন শুক্রবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটক বেলাল আহমদ বাড়িতে প্রবেশ করে বর-কনে বাড়িতে আসছেন-এ কথা বলে গৃহকর্মীদের ঘর পরিষ্কার করতে বলেন এবং চা খেতে চান। গৃহকর্মীরা রান্নাঘর ও পাশের কক্ষে কাজে ব্যস্ত থাকাকালে সুযোগ বুঝে তিনি আলমারির তালা ভেঙে নগদ পাঁচ হাজার টাকা এবং একটি স্বর্ণের হার, একটি স্বর্ণের ব্রেসলেট ও স্বর্ণের কানের দুলসহ সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান মঙ্গলবার বিকেলে জানান, বিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় গৃহকর্ত্রী থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ঘটককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




