বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ | ১৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জামায়াত ক্ষমতায় এলে চিরতরে দুর্নীতি-হানাহানি বন্ধ হবে : মাওলানা আমিনুল ইসলাম



বিজ্ঞাপন

এ. জে লাভলু:: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, আমাদের বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ। স্বাধীনতার ৫৪ বছরে যদি আমরা সৎ, খোদাভিরু ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব পেতাম, তবে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এতটা পিছিয়ে থাকত না। অতীতে আমরা দেখেছি-যে দল ক্ষমতায় এসেছে, বিদায় নেওয়ার পর তাদের দুর্নীতির চিত্র সামনে আসতেই আরেকটি নির্বাচন এসে পড়ে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকেই বলে আসছে-আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইনের মধ্যেই একজন বিশ্বাসীর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ নিহিত রয়েছে। যুগে যুগে নবী-রাসুলদের পাঠানো হয়েছে এই দাওয়াত নিয়ে-আল্লাহর জমিনে তাঁর বিধান প্রতিষ্ঠা করার জন্য।

তিনি বুধবার রাতে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে  স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা আমিনুল ইসলাম আরও বলেন, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন; তিনি ভালো জানেন কোনটায় মানুষের কল্যাণ, কোনটায় অকল্যাণ আছে। মানুষের বানানো আইনে ব্যক্তিস্বার্থ থাকে, জ্ঞানের সীমাবদ্ধতা থাকে। যার কারণে পৃথিবীতে যেসকল দেশ মানবরচিত মতবাদের ভিত্তিতে চলে; সেসব দেশে শান্তি-শৃঙ্খলা নেই।  কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সা. কোরআনের ভিত্তিতে যে মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন, সেই মদিনার রাষ্ট্রে কোনো চুরি ডাকাতি, হিংসা-বিদ্বেষ, হানা-হানি ছিল না।  আমরা কি সেই পরিবেশ বাংলাদেশে কল্পনা করতে পারি? আজ প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, মা-বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, মিথ্যা মামলায় মানুষ হয়রানির শিকার হচ্ছে-এ থেকে কি আমরা মুক্তি চাই না?

তিনি বলেন, জামায়াতে ইসলামীর কাছে কোনো ক্যারিশমা নাই। তবে আমাদের কাছে আছে দলিল। আল্লাহর রাসুল যেভাবে মদিনাকে সবধরনের দুর্নীতি-জুলুম থেকে মুক্ত করেছিলেন, তেমনি আজকে বাংলাদেশেও যদি আমরা ইসলাম কায়েম করতে পারি,  জামায়াতে ইসলামীর নেতৃত্বে সংসদে কেবিনেট গঠন করতে পারি, তাহলে বাংলাদেশ থেকে চিরতরে দুর্নীতি, হানাহানি-মারামারি, অন্যায়-অবিচার দূর হবে ইনশাআল্লাহ।

জনসভায় বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কামরান হোসেন ও হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমীর মো. এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, উপজেলা অফিস সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মোহাইমিন, পৌর সেক্রেটারি মো. আব্দুস সামাদ ও ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি কামরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামের সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, সেক্রেটারি আলিম উদ্দিন মত, মাওলানা নোমান উদ্দিন, শাহাব উদ্দিন, আবুল হোসাইন আজাদ, মাসুক উদ্দিন, জামাল উদ্দিন, এম পারভেজ মাসুক, মুসলেহ উদ্দিন, আব্দুল কুদ্দুস, সুহেল আহমদ, মাসুদ আহমদ, লিয়াকত আলী, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন রাজু, সেলিম উদ্দিন, হাজী রফিক উদ্দিন, ইমাম উদ্দিন, নাঈম হোসেন, কিবরিয়া হোসেন, মাজহার প্রমুখ।