নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা ও বড়লেখা সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে জুবায়ের আহমদকে সভাপতি, আব্দুস সামাদকে সেক্রেটারি ও সামসুল ইসলামকে বায়তুলমাল সম্পাদক নির্বাচিত করে পৌরসভা কমিটি গঠন করা হয়।
অন্যদিকে ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে রবিউল ইসলাম সুহেলকে পুনরায় বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও হাফিজ জয়নাল আবেদীনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
গত বৃহস্পতিবার পৌর জামায়াতের কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর মো. এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ প্রমুখ।
অন্যদিকে বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন উপলক্ষে গত শনিবার (১৬ নভেম্বর) বিকেলে বড়লেখা উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত ইউনিয়ন সমাবেশে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ।
বিশেষ অতিথির ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত। ইউনিয়ন সমাবেশে সভাপতিত্ব করেন বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম সুহেল। সঞ্চালনা করেন বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন।