নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারের সময় সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
অভিযুক্ত মো. সোহেল মিয়া (২২) শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচারের সময় সোহেল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।