নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে তিন দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার (১৬ মে) থেকে আবার এখানে ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে।
চাতলাপুর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা চৌধুরী বলেন, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে আগামী বৃহস্পতিবার থেকে শনিবার তিন দিন চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী রোববার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিন্টেনডেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি ছুটি চলাকালে দু’জন কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। যদি ব্যবসায়ীরা এ সময়ে পণ্য আমদানি-রপ্তানি করতে চান তাহলে কর্মকর্তারা সহযোগিতা করবেন। তবে দু’দেশের ব্যবসায়ীরা ঈদের ছুটি উপভোগের সিদ্ধান্ত নেওয়ায় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।