নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে একটি মার্কেট আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।
শনিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে শিশুপার্ক এলাকার বলাই চেয়ারম্যানের মার্কেটে আগুন লাগে।
জানা যায়, উপজেলার কামিনীগঞ্জ বাজারের বলাই চেয়ারম্যান মার্কেটে অবস্থিত পুরাতন কাপড়ের দোকান, প্লাস্টিকের গুদাম ও টিভি মেরামতের দোকান আগুনে পুড়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় জয়দুল হোসেন বলেন, ‘প্রথমে আমরা কয়েকজন মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। পরে কুলাউড়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, ‘আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।’