সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

বানিয়াচংয়ে হাওরে ভেসে উঠল বাবা-ছেলের লাশ
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে নৌকা ডুবে নিখোঁজ বাবা-ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের রহমতপুর পাঁচকেরির হাওর থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হুকড়া গ্রামের আলী নূর (৩৮) ও তার ছেলে খোকন (৭)।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, নিখোঁজদের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।


স্থানীয়রা জানান, ৫-৭ জন যাত্রী নিয়ে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা মঙ্গলবার (৪ আগস্ট) শিবপাশা থেকে রহমতপুর যাচ্ছিল। বিকেলে রহমতপুর গ্রামের কাছে পাঁচকেরির হাওরে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক ২-৩ জনকে উদ্ধার করলেও ৩ জন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দোলন আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করে।

নিখোঁজ হন দোলন আক্তারের ভাই আলী নূর ও ভাতিজা খোকন। সন্ধ্যা পর্যন্ত খুঁজেও তাদের সন্ধান পাননি ডুবুরিরা। সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরে বুধবার সকালে স্থানীয়রা হাওরে বাবা-ছেলের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। মরদেহ দুটি উদ্ধার করে দাফন করা হয়েছে।