মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ‘মিলি প্লাজা’ মার্কেটের এক ব্যবসায়ী করোনা শনাক্ত হওয়ায় মার্কেটের মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে মার্কেট বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে মিলি প্লাজার মালিক ও ব্যবসায়ীদের উদ্যোগে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্তে বলা হয়, রবিবার (৭ জুন) থেকে ১৫ জুন পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে। ১৬ জুন থেকে যথারীতি মার্কেট খোলা হবে।
উল্লেখ্য, ৫ জুন ওই ব্যবসায়ীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।