মৌলভীবাজারে কর্মস্থলে যাওয়ার সময় বাসচাপায় সাইফুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুয়াইউনি-হলিছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউপির মীরশংকর এলাকার মাহমুদ আলীর ছেলে। তিনি মেসার্স আবুল খায়ের কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় মৌলভীবাজারে দায়িত্ব পালন করতেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, কুলাউড়ার ভূকশীমইল ইউপির মীরশংকরের বাড়ি থেকে জেলা সদর মৌলভীবাজারের কর্মস্থলে যাচ্ছিলেন সাইফুল। পথে কুলাউড়া থেকে ছেড়ে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী সাইফুল ঘটনাস্থলেই মারা যান।