হবিগঞ্জের মাধবপুরে দুই মাদক পাচারকারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় তাদের কারাদণ্ড দেয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর পৌর এলাকার সফিক উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান ও একই এলাকার সুফি উদ্দিনের ছেলে মেহেদী হাসান।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রেলস্টেশন এলাকা থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধবপুরের ইউএনও তাসনূভা প্রত্যেককে তিনমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাদণ্ডপ্রাপ্ত দুই মাদক পাচারকারী দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে জড়িত।