মৌলভীবাজারের কুলাউড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী এ দণ্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসানসহ অনেকে।
এটিএম ফরহাদ চৌধুরী জানান, দুপুরে শহরের দক্ষিণ বাজারের কয়েকটি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় সেবা ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।