গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমী মাঠে সকাল ১০টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পটি চলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এমসি একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সমাজসেবী সুমন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সাহেদ আহমদ।
ক্যাম্পটি পরিচালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির রুবেল, ভারপ্রাপ্ত সভাপতি মান্না আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন লাল দাশ, সহ সভাপতি সাজ্জাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহরাজুল ইসলাম অমিত, শিক্ষা বিষয়ক সম্পাদক তানবীর সাগর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বিপ্রজীত চন্দ্র তাপ্পু, রাজু আহমদ, আবু বকর সৌরভ, সদস্যদের মধ্যে মোঃ সাঈদ, ফাহিম আহমদ, ইরফান আহমদ রাইয়ান, নাসির আহমদ, একরাম আহমদ, ফারহান মাহদি, মিফতা আহমদ, শামিম আহমদ, তারেক আহমদ, তামজীদ মোর্শেদ শাওন, গোলাম রহমান রাফি, রাফি আহমদ, মামুনুর রশীদ রুমন, ইমতিয়াজ আহমদ, রাব্বি আহমদ প্রমুখ।