হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার পশ্চিম পাকুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক্সকাভেটর মেশিনসহ উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার সিএফটি বালু।
চুনারুঘাট ইউএনও নুসরাত ফাতিমা জানান, ওই এলাকায় খোয়াই নদী থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু তুলে আসছিল। এর অংশ হিসেবে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত নূরুল হককে এক লাখ টাকা জরিমানা ও ১০ হাজার সিএফটি বালু উদ্ধার করা হয়।