সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়ে মোকাবেলা করতে হবে: জুড়ীতে পরিবেশ মন্ত্রী
জুড়ী প্রতিনিধি

জুড়ী প্রতিনিধি



বিজ্ঞাপন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে সারাবিশ্বে সৃষ্ট সমস্যা বৃক্ষ দিয়েই মোকাবেলা করতে হব। স্কাউটরা সারা বিশ্বে সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি একটি শৃঙ্খলিত জাতি গঠনে অবদান রাখছে। দেশ ও জাতির দুর্যোগময় মূহুর্তে নিজেদের জীবনবাজী রেখে স্কাউটরা ঝাঁপিয়ে পড়ে। স্কাউটের মধ্যমে যে প্রতিভা গড়ে উঠছে তা এগিয়ে নিতে হবে। বাংলাদেশে স্কাউট আন্দোলন এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ৩৫০ কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। প্রয়োজনে আরও দিবেন। দেশে ২১ লক্ষ স্কাউট তৈরি করা হবে।


তিনি বলেন, জুড়ীতে স্কাউটরা দুই হাজার বৃক্ষ চারা রোপণ করে আমার মন্ত্রণালয়ের কাজের অংশীদার হওয়ায় তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আগামী বছর সারাদেশে এক কোটি বৃক্ষ চারা রোপণ করব। এ কাজেও স্কাউটরা অংশ নিবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশ গড়ার কাজে স্কাউটরা ভূমিকা রাখছে।

তিনি বুধবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস জুড়ী উপজেলা আয়োজিত একদিনের সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষ রোপন কমসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা স্কাউটস সভাপতি ও ইউএনও অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে এবং মাহবুবুল ইসলাম কাজল ও মামুনুর রশীদ সাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি নাজিয়া শিরিন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ বিপিএম (বার), মৌলভীবাজার সিভিল সার্জন শাহজাহান কবির চৌধুরী, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার কাজী নাজমুল হক নাজু, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুহিউল ইসলাম মুমিত, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা স্কাউটসের সহ-সভাপতি মিছবাউর রহমান, সম্পাদক আব্দুল ওয়াহিদ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক শফিক আহমদ, মাসুক আহমদ।


স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা স্কাউটস কমিশনার ও উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।

বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের ট্রেজারার শবম দানিয়ালের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই হাজার কাব, স্কাউট ও রোবারদের সাথে নিয়ে দুই হাজার বৃক্ষ চারা রোপন করেন, বিভিন্ন প্রতিষ্ঠানে ১২টি ড্রাম সেট বিতরণ করেন এবং জুড়ী উপজেলা স্কাউটসকে এক লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য ও স্কাউটস ইউনিট লিডারদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।