হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৬ মে রোববার দুপুরে দুদক হবিগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন দুদকের কর্মকর্তারা। একই সঙ্গে সাত দিনের মধ্যে কর্মকর্তারা সব সমস্যা সমাধানের নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ এরশাদ হোসেন বলেন, সকাল থেকেই সিভিল পোশাকে হবিগঞ্জ সদর হাসপাতালে অবস্থান নেয় দুদক হবিগঞ্জ কার্যালয়ের একটি প্রতিনিধি দল। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখি। দুপুরের দিকে ফের অভিযান চালানো হয়।
এ সময় বহির্বিভাগে ডাক্তার না থাকা, নার্সদের দায়িত্ব অবহেলা ও সরকারি ওষুধ বিতরণের অনিয়ম দেখা যায়। পরে এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেওয়া হয়।
তিনি বলেন, সব সমস্যার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাত দিনের মধ্যে যদি তারা সমস্যার সমাধান না করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।