শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের নাগরিকদের চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক স্থাপন প্রকল্প গ্রহণ করেছে। জনগণের চাহিদা পূরণে সরকারের পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিতে বেসরকারি উদ্যোগের প্রয়োজন রয়েছে। সরকারি ভাবে গোলাপগঞ্জ উপজেলায় ইতোমধ্যে ৩৭টি কমিউনিটি ক্লিনিক স্থাপিত হয়েছে। এগুলো থেকে ৩৫ রকমের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়ে থাকে। দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে বিত্তবানদের সমাজ কল্যাণ মূলক কাজে আরো ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন রয়েছে।
গত রোববার মহান বিজয় দিবসে উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল বড়বাড়ীতে এবিকে চ্যারিটেবল হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার বেলা ১২টায় ফিতা কেটে হাসপাতালটির উদ্বোধন করেন প্রবীণ সমাজসেবিকা আনোয়ারা খাতুন চৌধুরী।
প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা খয়রুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবাসীয় হাবিল আহমদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিআইসির অবসর প্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার হাসনাত চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম চৌধুরী, ছয়েফ উদ্দিন চৌধুরী, জাহানারা মান্নান চৌধুরী, জুনেদ আহমদ চৌধুরী, আইডিই’র সাবেক কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রুহুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান ডা. মোস্তফা শাহজাহান চৌধুরী বাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুল মুতলিব, ময়নুল ইসলাম চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারি মাহফুজ আহমদ চৌধুরী, ইউপি সদস্য সেলিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি নির্মাণে লায়ন্স ক্লাব অব ঢাকা ডিস্টিক ৩১৩এ-২ এর পক্ষ থেকে ২০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।