সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১২ ডিসেম্বর বুধবার রাত ৮টার দিকে উপজেলার দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দরবস্ত এলাকার মৃত শামসুল হকের ছেলে নুর উদ্দিন (৫৫) ও একই এলাকার মৃত উসাই মিয়ার ছেলে হান্নান (৬০)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির জানান, দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়কের পাশে একটি ট্রাক থামানো অবস্থায় দাঁড়িয়ে ছিল। ঐ ট্রাকের সঙ্গেই অসতর্কতাবশত সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে দুই আরোহী নিহত হন। তিনি জানান, দুই মোটরসাইকের আরোহী নিহত হওয়ার খবর পেয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রাকটি পুড়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।