হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় সায়হাম টেক্সটাইল মিলসের তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর মঙ্গলবার রাত ২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
মিল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান শত কোটি টাকা হবে বলে ধারনা করছে। তবে আগুন লাগার সঠিক কারন এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে উপজেলার নোয়পাড়ায় অবস্থিত হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের মালিকানাধীন সায়হাম টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
খবর পেয়ে রাত থেকে সিলেট, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল এবং মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।