সুনামগঞ্জের সুরমা নদীতে বালুবোঝাই দুই বাল্কহেডের (বড় নৌকা) মুখোমুখি সংঘর্ষে আজিজুল হক (২৬) নামে এক নৌশ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সুরমার শাখা নদী মনিপুরী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ আজিজুল জামালগঞ্জ উপজেলার ছোট ঘাগটিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ধোপাজান চলতি নদী থেকে বাল্কহেডে বালুবোঝাই করে বুধবার সন্ধ্যায় সুরমার শাখা নদী মণিপুরী ঘাট এলাকায় মায়ের দোয়া পরিবহন ও প্রিন্স অফ রিহান নামে দুটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি বাল্কহেডের সামনের দিকে থাকা শ্রমিক আজিজুল নদীতে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনার পরপরই নদীতে শ্রমিকের সন্ধানে নামেন। রাত সোয়া ৯টা পর্যন্ত আজিজুলের কোনো খোঁজ পাওয়া যায়নি।