সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রখ্যাত রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদের ছেলে আজিজুস সামাদ ডন আওয়ামী লীগের মনোনয়ন না পেলে শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন, এমন গুঞ্জনে সরব ছিলো সুনামগঞ্জ ও সিলেটের ভোটের মাঠ। কিন্তু সম্ভাবনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
আজিজুস সামাদ ডন বিগত দুই সংসদ নির্বাচনেই দলীয় মনোনয়ন চেয়ে আসছেন ডন। মনোনয়ন না পেয়ে একবার স্বতন্ত্র প্রার্থীও হয়েছিলেন। এবার সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে নৌকার মার্কার মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তবে দলীয় সিদ্ধান্তই মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন আজিজুস সামাদ ডন।
তিনি বলেন, আমি নেত্রীর কথার বাইরে যাবার প্রশ্নই ওঠে না। আমার পারিবারিক ঐতিহ্য আওয়ামী লীগের রাজনীতির। দলের দুঃসময়ে আমরা দল ছাড়িনি, আমি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।
আজিজুস সামাদ ডন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের বড় ছেলে। ৭৫ পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেন আবদুস সামাদ আজাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পররাষ্ট্রমন্ত্রী হন আবদুস সামাদ আজাদ। ২০০৫ সালে মারা যান বর্ষীয়াণ জননেতা সামাদ আজাদ। বাবার মৃত্যুর পর আজিজুস সামাদ আজাদ ডন উপনির্বাচন করতে চাইলেও দলীয় মনোনয়ন না পাওয়ায় নির্বাচন করেননি তিনি। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে মনোনয়ন দেয়া হয় সাবেক যুগ্ম সচিব আবদুল মান্নানকে। আজিজুস সামাদ আজাদ ডনকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। ২০১৪ সালেও এমএ মান্নানকে মনোনয়ন দেয়া হয়। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয় এমএ মান্নানকে।