মৌলভীবাজারের রাজনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্যদ্রব্য বিক্রয়, কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ৭ নভেম্বর সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সুভাষ মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, হাজারী হোটেলকে ৪ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিস্ফোরক আইনের শর্ত মেনে ব্যবসা করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।