শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

গোলাপগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জ প্রতিনিধি



বিজ্ঞাপন

গোলাপগঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভাদেশ্বর ইউপির নালীউরি গ্রামের মৃত মজিদ উদ্দিনের পুত্র সফির আলী ওরফে এসএ রিপন (৪৫) ও উপজেলার কাঁমারগাও (স্বরসতী) গ্রামের মৃত কুতুব আলীর পুত্র মো. এনাম আহমদ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক বাপ্পি রুদ্র পালের নেতৃত্বে একদল পুলিশ সফির আলী ওরফে এসএ রিপনকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসএ রিপনের বিরুদ্ধে মেসার্স লাবিবা পোল্ট্রি এন্ড ফিশারীজ নামে ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ পনের হাজার নয়শত ছয়সট্টি টাকা জরিমানা করে সিলেট যুগ্ম ২য় আদালত। তার বিরুদ্ধে সিআর মামলা (নং ১৭৭/১৬) দায়রা (নং ২১২/১৮) রয়েছে। আজ শনিবার পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

অপর আসামি মো. এনাম আহমদকে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

মো. এনাম আহমদকে দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ছদ্মভেসে বিভিন্ন নাম ধারন করে ইয়াবা বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে আসছে। শুক্রবার পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করে।

পুলিশ সূত্রে জানা যায়, এনাম আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা (নং১৮/২১.০১.১৫) দায়রা (নং৪১৪/১৫) রয়েছে। এই মামলায় অভিযোগ প্রমান হওয়ায় অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত সিলেট তাকে ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী।