সিলেটের উপশহরে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে হোসাইন আল জাহিদ (১৬) নামে এক ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জেরে নগরীর উপশহরের বি ব্লকের বায়তুল মামুর জামে মসজিদের সামনে সশস্ত্র মহড়া দিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদশর্ন করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তেররতন এলাকা থেকে ৩০-৪০ জন যুবক হাতে দা, পাইপ ও রড নিয়ে মহড়া দিয়ে উপশহর বি ব্লকের দিকে আসে। যুবকরা বায়তুল মামুর জামে মসজিদের সামনে ৪-৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও হায়েস ভাঙচুর করে।
পরে তারা উপশহর পয়েন্টের দিকে এগোতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে ঘটনাস্থলে র্যাব ও পুলিশের সদস্যরা অবস্থান করছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর উপশহরের সিলেট সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের (সরকারি তিব্বিয়া কলেজ) সামনে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মী হোসাইন আল জাহিদ খুন হন। নিহত হোসাইন আল জাহিদ উপশহরের তেররতনের আবুল কালামের ছেলে এবং বেসরকারি সীমান্তিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।