একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। বক্তব্য রাখছেন ঐক্যফ্রন্টের শীর্ষস্থানের নেতারা। জোট গঠনের পর এটাই ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ।
২৪ অক্টোবর বুধবার দুপুর ১.৫৫ মিনিটে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ঐক্যফ্রন্টের সিলেট কর্মসূচির সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ পরিচালনায় সমাবেশটি শুরু হয়।
সমাবেশ ঘিরে নেতাকর্মীদের বাইরেও সকল মহলের কৌতূহল।
সমাবেশ অনুষ্ঠান আয়োজনে নানা বাধা সত্ত্বেও নেতাকর্মীরা মিছিল সহকারে রেজিস্ট্রি মাঠে উপস্থিত হয়েছেন।