গোলাপগঞ্জ উপজেলায় ১৬ দিন ধরে জামাল মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জামাল মিয়া উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের ইরন মিয়ার পুত্র। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পারিবারিক ও জিডি সূত্রে জানা যায়, ব্যবসায়ী জামাল মিয়া গত ৬ অক্টোবর সকালে নিজ বাড়ি থেকে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে বের হলে আর বাড়িতে ফেরেননি। এরপর তাকে তার আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে না পেয়ে গত ১৯ অক্টোবর শুক্রবার জামালের পিতা ইরন মিয়া গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৫৭) করেন।
জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলি।