বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

লন্ডনে মোস্তফা সেলিমের সাথে জিএসসির মতবিনিময়



বিজ্ঞাপন

বিশিষ্ট লেখক ও সিলেটী নাগরীলিপি গবেষক মোস্তফা সেলিমের সাথে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর বুধবার সংগঠনের কেন্দ্রীয় অফিসে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমানের সভাপতিত্বে এবং জিসসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মির্জা আসহাব বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটী নাগরীলিপি নিয়ে মোস্তফা সেলিম বলেন, নাগরী সিলেটের নিজস্ব একটি ভাষা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন, সিলেটী নাগরী প্রায় বিলিন হওয়ার পথে। দেশের যে’কটি আঞ্চলিক ভাষা রয়েছে তার মধ্যে সিলেটি নাগরী একমাত্র নিজস্ব ভাষা। সভায় মোস্তাফা সেলিম জিএসসির যে কোন ধরনের কাজে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় জিএসসির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, কেন্দ্রীয় সহ সভাপতি ব্যরিস্টার মাসুদ আহমদ, এমএ আজিজ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এমএ মান্নান, জিএসসির সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি সৈয়দ কাইয়ুম কায়সার, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সেক্রেটারি ফজলুল করিম চৌধুরী, ড. রওয়াব উদ্দিন, সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি আবুল কালাম ও এমএ গফুর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হেলেন ইসলাম, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফী সুহেল আহমেদ, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালিক কূটি, মুহিব উদ্দিন চৌধুরী, কবি শিহাবুজ্জান কামাল, আলহাজ্ব ছমির উদ্দিন, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সহ ট্রেজারার আবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিল্লুল হক, ইয়ুথ সেক্রেটারি আজম আলী, শামীম আহমদ, গজম্ভর আলী, এ রহমান, এমএ মুকিত ,জয়দেব শেখর রায়, তাজ উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি