শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ খ্রীষ্টাব্দ | ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মৌলভীবাজার-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বৈধ



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আব্দুন নুর তালুকদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁর দাখিল করা মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন আব্দুন নুর তালুকদার।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় আব্দুন নুর তালুকদার বলেন, নির্বাচনী আইন ও বিধি মেনেই তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। ভোটারদের সমর্থন নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয়ী হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।