নিজস্ব প্রতিবেদক:: গ্রাফিতি অঙ্কনে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়া কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে।
কলেজ ছাত্রদলের নেতা ফয়সল আহমদ ও মারওয়ান বিন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভার্নিং বডির সভাপতি ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম. আরিফুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান।
অনুষ্ঠান চলাকালীন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ তোফায়েল আহাম্মদ, প্রভাষক বিধান চন্দ্র দাস এবং জসিম উদ্দীন উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শাহরিয়ার, নেতা হাসান মোহাম্মদ শাহীন, সানোয়ার হোসেন তানভীর, মো: সালা উদ্দিন শুভ, মারওয়ান আলম, আব্দুস সামাদ তারেক, এবং গ্রাফিতি প্রতিযোগিতায় অংশ নেওয়া দলনেতা মোয়াজ্জেমা লাবিবা বিনতে হামিদ সহ অন্যান্য নবীন শিক্ষার্থীরা।
প্রধান অতিথি জয়নাল আবেদীন বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং নৈতিকভাবে দৃঢ় হয়ে সমাজে অবদান রাখা। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ অধ্যয়ন, গবেষণা এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নেওয়ার আহ্বান জানান।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে বক্তারা শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং সাম্য ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী দেশের নেতৃত্ব গঠনের গুরুত্ব স্মরণ করান।
কুইজ প্রতিযোগিতায় প্রায় চারশত নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পূর্ণাঙ্গ বই সেট এবং দুইশত শিক্ষার্থীকে আকর্ষণীয় ডায়েরি ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ২৪-এর রঙে গ্রাফিতি অঙ্কনে দেশসেরা হওয়ার গৌরব অর্জনে অবদান রাখা দলনেতা মোয়াজ্জেমা লাবিবা বিনতে হামিদ, চ্যাম্পিয়ন দলের সদস্য আমিনা সুলতানা, নুসরাত জাহান রিয়াকে সম্মাননা স্মারক প্রদান করে কলেজ ছাত্রদল।