নিজস্ব প্রতিবেদক:: যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফিলিস্তিনে ইসরায়েলি হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতা। শুক্রবাদ বাদ জুম্মা বড়লেখা পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বড়লেখা মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কাজী এনামুল হকের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য ফয়সল আলম স্বপনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, সাংবাদিক এম. এম আতিকুর রহমান, প্রিন্সিপাল মাওলানা জিয়াউল হক, প্রভাষক তারেক আহমদ, তরুণ সমাজসেবক মোহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদী, খতিব মাওলানা আব্দুল্লাহ আলী, যুবনেতা হাফিজ সফিক আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের মানুষের অন্তরে আঘাত করেছে। তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েলি ও ভারতীয় পণ্য বয়কট করে বিশ্ববাসীকে জুলুম-নির্যাতন ও নিপিড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।