মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠায় কাজ করছে খেলাফত মজলিস : অধ্যক্ষ মাওলানা আব্দুস সবুর
বড়লেখায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়লেখায় খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত



বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:: আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর বলেছেন, সাহাবারা ইসলামি সমাজ কায়েম করেছিলেন। ইসলামি সভ্যতা বিনির্মাণ করেছিলেন। খেলাফত মজলিস আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি সোমবার (১৭ মার্চ) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে কল্যাণ রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এই সময়ের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু তার সেই খায়েশ পূরণ হয়নি। তার পিতা সারা জীবন শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন। অথচ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছেন। তার বিচার হওয়া উচিত। আইনশৃঙ্খলাবাহিনীতে যেসব খুনিরা মানুষকে হত্যার লীলায় মেতে উঠেছিল, আজকে তাদের জামাই আদর দিয়ে কারাগারে রাখা হয়েছে। এটা জাতির সাথে উপহাস। এটা এই জাতি মেনে নেবে না। এই সমস্ত দেশদ্রোহীদের আগে বিচার হওয়া উচিত।

বড়লেখা পৌর সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ- সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আব্দুল খালিক, জেলা সহ সাধারণ সম্পাদক এম.এম আতিকুর রহমান। ফোনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী লোকমান আহমদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মো. এমাদুল ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহর উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামি ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিসের উপজেলা সহ-সভাপতি মাওলানা কাওসার আহমদ, মাওলান লুৎফুর রহমান, মাওলানা মাহবুব হোসাইন শিবলী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা সালেহ আহমদ, খেলাফত মজলিস আরব আমিরাত শাখার সহ- সভাপতি আলহাজ শামীম আহমদ, ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি খসরুল আলম, আঞ্জুমানে আল ইসলার সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ জুয়েল, উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম, মাওলানা আবুল হাসান হাদি, মাওলানা মনসুর আহমদ, কাতার শাখার দ্বায়ীত্বশীল মাওলানা খালেদ মাসুদ শরিফ, উপজেলা সাংগঠনিক সম্পাদক এনামুল হক মেম্বার, অফিস সম্পাদক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য সাদিকুর রহমান, দাসেরবাজার ইউপি সভাপতি মাওলানা আফতাব উদ্দিন নূরানি, দক্ষিণভাগ ইউপি সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি মাওলানা মাহফুজ আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউপি সেক্রেটারি হাফিজ সুলতান আহমদ, বড়লেখা সদর ইউপির সহসেক্রেটারি হাফিজ নুর আহমদ, ইসলামী ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি জাকারিয়া হোসাইন জাকির প্রমুখ।