নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখার বৃহত্তর গাজিটেকা ইসলামি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সংগঠনের উপদেষ্টা লন্ডন প্রবাসী মো. আব্দুল জলিলকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে এই সম্মাননা দেওয়া হয়।
এসময় এলাকার মুরব্বি শাহাব উদ্দিন, বৃহত্তর গাজিটেকা ইসলামি সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তোয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক প্রবাসী মোস্তাক আহমদ, সহ-অর্থ সম্পাদক ফখরুল ইসলাম, প্রচার সম্পাদক জাবেদ আহমদসহ পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পরিষেদর নেতৃবৃন্দরা বলেন, পৌরসভার পূর্বেরচক এলাকার প্রবাসী মো. আব্দুল জলিল দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। প্রবাসে থাকলেও তিনি সবসময় এলাকার খোঁজখবর নেন। এলাকার মানুষের কথা ভাবেন। যেকোনো মানুষের বিপদ-আপদে হাত বাড়ান। পাশে দাঁড়ান। সহায়তার চেষ্টা করেন। তিনি তাঁর এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে বক্তারা আশা প্রকাশ করেন। তারা প্রবাসী জলিলের উত্তোরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।