নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা হয়।
বিজিবি লাতু বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মঞ্জুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম।
সভায় সীমান্ত চোরাচালান রোধ, সীমান্ত আইন সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সবধরনের অপরাধ দমনে বিজিবিকে সার্বিক সহযোগিতা করতে সীমান্তবাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ইউপি সদস্য রফিক উদ্দিন, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী আনোয়ার হোসেন, আবুল হোসেন, আব্দুল বারি প্রমুখ।