নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বিভিন্ন এলাকার দেড়শ অসহায় পরিবার মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. ইছহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর আলী।
এতে প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুল হকের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, গ্রামতলা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সহসুপার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি মাওলানা বদরুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা কাজী রমিজ উদ্দিন, কালিকাবাড়ী চা বাগানের ম্যানেজার রফিক উদ্দিন, সেনাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমি রানী দে, মাওলানা সাদিকুর রহমান, তরুণ সমাজসেবক জামিল আহমদ, যুব নেতা আনোয়ার হোসাইন, কুমারশাইল ইসলামী যুব সমাজের সভাপতি আতিকুর রহমান, বিশিষ্ট মুরুব্বি আব্দুল ওয়াহাব বাবু, আব্দুল লতিফ ইরাই, আব্দুল আওয়াল কঠন, জামাল উদ্দিন, আবুল কালাম,ফজলুর রহমান, ইতালী প্রবাসী কলিম উদ্দিন, মুহিম উদ্দিন, ময়না মিয়া, চান্দপুর যুব সমাজের প্রতিনিধি মাতাব আহমদ ও জাহিদ আহমদ,আলীমপুর যুব সমাজের প্রতিনিধি আবুল কালাম, শিক্ষক ইমরান হোসেন শাহিন, রেদওয়ান আহমদ ও ফাতেহা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এলাকায় ইসলামি শিক্ষা আলো ছড়িয়ে দিচ্ছে। আজকে মাদ্রাসাটি বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসনীয় কাজ করেছে। কারণ কোথাও কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এরকম উদ্যোগ খুব একটা নিতে দেখা যায় না। এই মাদ্রাসাটি রীতিমতো দৃষ্টান্ত তৈরি করেছে। সবখানে ইসলামি শিক্ষা আলো ছড়িয়ে দিতে হলে এরকম মাদ্রাসা স্থাপন করা খুবই জরুরি।