নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখায় মহান বিজয় দিবস পালন করেছে জমিয়ত। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে জামিয়া হুফফাজুল কোরআন মিলনায়তনে জমিয়ত যুব ও ছাত্র জমিয়তের যৌথ উদ্যোগে বিজয়ের ‘অর্ধশতাব্দী: নতুন বাংলাদেশ ও আগামীর স্বপ্ন শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা ইমামুদ্দীন সাহেবের সভাপতিত্বে ও উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিয ফাহিম আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিন তায়্যিব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শায়খ মখলিছুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা ইয়াহইয়া আহমদ, সংযুক্ত আরব আমিরাত জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিয মাওলানা জাবির হামিদী, উপজেলা জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা আবিদুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি এম. হাসান আহমদ, সদস্য তারেক আহমদ, সুজানগর ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্র জমিয়তের সাংস্কৃতিক সম্পাদক হুজাইফা আহমদ, সদস্য হাফিজ হুমায়ুন আহমদ প্রমুখ।