নিজস্ব প্রতিবেদক:: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার তালিমপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদ ও মুছেলগুলে গ্রামের আমান উদ্দিনের ছেলে যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি গণহত্যা দিবস ও কালো পতাকা মিছিল চলাকালে বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। সে সময় পৌর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম তাফাদারকে কুপিয়ে গুরতর আহত করা হয়। ওই ঘটনার প্রায় ৯ বছর পর চলতি বছরের ২৩ আগস্ট রাতে যুবদল নেতা নুরুল ইসলাম তাফাদার বাদি হয়ে সাবেক পরিবেশমন্ত্রী ও স্থানীয় এমপি মো. শাহাব উদ্দিনকে প্রধান আসামি ও আরও ৩৮ জন নেতাকর্মীর নামোল্লেখ এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় যুবলীগ নেতা সুরমান আলী ওরফে সায়মনকে ২৫ নম্বর আসামি এবং সাবেক ছাত্রলীগ নেতা ফয়সল আহমদকে ৩৮ নম্বর আসামি করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার দুপুরে বলেন, বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।